কটিয়াদী প্রতিনিধি, ফজলুল হক জোয়ারদার আলমগীর
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়েত ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে হিন্দু সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. প্রদীপ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়েত ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধ্রæব রঞ্জন দাস, উপজেলা জামায়াতে অফিস সেক্রেটারি জামাল উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর আমীর আনিসুজ্জামান রুবেল, কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মধুসূদন সাহা প্রমুখ।