স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : কিশোরগঞ্জের কটিয়াদীতে ১১ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গত সোমবার(১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া একটার দিকে কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনা-কদমতলা নামক স্থানে তল্লাশি চৌকি স্থাপন করে কিশোরগঞ্জের দিক থেকে আসা একটি এলিয়েন কার থামিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হল: জামালপুর সদর উপজেলার বারুয়ামারি গ্রামের মো. আমির হোসেন ও তার স্ত্রী স্বপ্না খাতুন। পরে তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার ১০০ টাকা জব্দ করে।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।