ভ্রাম্যমান প্রতিনিধি, কটিয়াদী : কটিয়াদীতে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের উদ্যোগে ৩১তম ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা-২০২৪-এর সেমিফাইনালে হোসেনপুর ফুটবল একাদশ ট্রাইব্রেকারে লিটন ফুটবল একাডেমী বনশ্রী, করিমগঞ্জকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। গতকাল (১৪ মে) বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়ামে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের উদ্যোগে ৩১ তম ফ্রি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠিত হয়।
আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ মোঃ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়ানুরাগী মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। খেলার উদ্বোধন করেন নিউজিল্যান্ড প্রবাসী মোঃ আব্দুর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম ভূঁইয়া, কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম শিকদার, আচমিতা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাদশা, আচমিতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মন্জু মিয়া প্রমুখ। টানটান উত্তেজনা পূর্ণ প্রথম ও দ্বিতীয়ার্ধের খেলা গোল শূন্য ড্র হলে ট্রাইব্রেকারে হোসেন ফুটবল একাদশ ৪-৩ গোলে লিটন ফুটবল একাডেমি করিমগঞ্জকে হারিয়ে ফাইনালে উঠে।