প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদি উপজেলার চান্দপুর ইউনিয়নের মঞ্জিলের কান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হাতিম এর সম্মানি ভাতা বন্ধ রয়েছে সাত বছর ধরে। হঠাৎ ভাতা কেন বন্ধ হলো এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকেও পাননি কোনো চিঠি। সত্তর বছর বয়সী হতদরিদ্র মুক্তিযোদ্ধা হাতিম’র ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম কষ্টে পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তিন লাখ টাকা ঋণও পান তিনি। ভাতার অংশ থেকে ঋণ পরিশোধ করতেন তিনি। কিন্তু গত সাত বছর ধরে ভাতা বন্ধ থাকায় তিনি পরেছেন মহা সংকটে। বীর মুক্তিযোদ্ধা মো. হাতিম তার সম্মানি ভাতা ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী সুদৃষ্টি কামনা করেছেন।