কটিয়াদী প্রতিনিধি, ফজলুল হক জোয়ারদার আলমগীর :
কটিয়াদী বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১টি মনোহারী দোকান। গত শনিবার দিবাগত রাতে কটিয়াদী পুরাতন বাজারের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, গত শনিবার মধ্যরাতে নূরুল ইসলাম এর মুদি দোকানে আগুনের স‚ত্রপাত ঘটে। মুহ‚র্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় দোকানে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ মনোহারী দোকানী নূরুল ইসলাম জানান, আমার সম্পূর্ণ দোকান এবং দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ফলে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হয়েছে।