প্রতিনিধি, কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার আলমগীর : কিশোরগঞ্জ কটিয়াদী বাজার বণিক সমিতির আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভ‚মি) ও কটিয়াদী পৌরসভার প্রশাসক তামারা তাসবিহা স্বাক্ষরিত এ আহŸায়ক কমিটিটি অনুমোদন দেয়া হয়। এতে মো. ইলিয়াস আলীকে আহŸায়ক ও মো. জিল্লুর রহমানকে সদস্য-সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- মো শফিকুল ইসলাম ভুঁইয়া, মো. আতিকুর রহমান আতিক, মোহাম্মদ আলী, মাহফুজুর রহমান মিটু, আব্দুল মোতালিব, গোলাম রাব্বানী, মোহাম্মদ মোশারফ হোসেন, মো. আল আমিন, সুবির সাহা, জাহাঙ্গীর আলম রতন, আবুল বাসার, রহমত উল্লাহ, মো. বাদল,
বাবুজিৎ সাহা, মো. আরুন অর রশিদ, শংকর বর্মন, মো. রবিউল আওয়াল, বংশী সাহা, মমিনুল ইসলাম, আশরাফুল আলম বাচ্চু, লক্ষণ সাহা, কবির হোসেন, মো. হারুণ মিয়া, সাইদুর রহমান, মো. শাজাহান, আবু নাঈম, শামসুল হক, রতন মিয়া, মোস্তাফিজুর রহমান সেলিম।
কটিয়াদী সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক তামারা তাসবিহা জানান, বাজারের যে কোন অপ্রীতিকর ঘটনা রোধ, সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ, ভোটার তালিকা হাল নাগাদ ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে আহŸায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।