স্টাফ রিপোর্টার : গতকাল রবিবার ভোররাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ২৯ কেজি গাঁজাসহ চারজনকে আটক এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাস জব্দ করেছে।
আটককৃতরা হলো : নরসিংদী সদর উপজেলার শোনে গ্রামের আল আমিন(২৪), পলাশ উপজেলার ঘোড়াশাল-টেকপাড়া গ্রামের মুরাদ মিয়া(২৪) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের শাহ আলম(৪৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাবো আটলাশপুর টেকপাড়া এলাকার জুনায়েদ মিয়া(৩০)।
র্যাব তাদের নিকট থেকে গাঁজা বিক্রয়ের ২ হাজার ৬০০ টাকা এবং ৪টি মোবাইল ফোনও জব্দ করেছে। র্যাবসূত্রে জানা যায়, কটিয়াদী বাসস্টান্ডে একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়। ঘটনার সময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করলে উল্লেখিত চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরে তাদের আটক করা হয়।
পরে বাসে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের পুলিশে সোপর্দের পর তাদের বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাবের উক্ত কর্মকর্তা জানান।