করিমগঞ্জ (কিশোরগঞ্জন) প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জের উরদিঘী দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো: আবু জাহেদ বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৯ মে) রাত ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মরহুম আবু জাহেদ করিমগঞ্জ উপজেলার মরিচখালীর বাসিন্দা। তার পিতার মৃত নূর হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবু জাহেদের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা উরদিঘী দাখিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়।
উবায়দুল্লাহর ইমামতিতে নামাজে জানাজা শেষে মরহুমকে উরদিঘী কবরস্থানে দাফন করা হয়। মরহুমের ছেলে সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্যের মৃত্যুতে মরিচখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নামাজে জানাজার পূর্বে সাইফুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতি চারণে অংশ নেন, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক ও করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ, করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন, গুনধর ইউপির কাজী আব্দুল খালেক, উরদিঘী মরিচখালী বাজার বণিক ও ভিট মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ উদ্দিন, মরহুমের ছেলে সাগর প্রমুখ। তাঁর মৃত্যুতে উরদিঘী দাখিল মাদরাসার পক্ষ থেকে সুপার মো: মাহতাব উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন।