প্রতিনিধি, করিমগঞ্জ, দেলোয়ার হোসেন : কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর বাজার-মরিচখালী বাজার সড়কে ধস দেখা দিয়েছে। সড়কের পাশের ব্লক ও মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয়। ফলে সড়কের এই অংশটি যান চলাচলের জন্য ঝুঁকিপ‚র্ণ হয়ে পড়েছে। তবে সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, কয়েকদিনের মধ্যে ধসে পড়া অংশের কাজ শুরু করা হবে।
সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি প্রতিদিন মাটি ও বালু বোঝাই ট্রাক চলাচল করে। গুরুত্বপ‚র্ণ এই সড়কের ফাজিলখালী বাজার সংলগ্ন সড়কের পাশের প্রায় ২০০ ফুট ব্লক ও মাটি ধসে পড়েছে। ফলে সড়কের ওই অংশটি ঝুঁকিপ‚র্ণ হয়ে পড়েছে। সড়কে বাতি না থাকায় রাতে যান চলাচল অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।