প্রতিনিধি, করিমগঞ্জ : বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম হাসেম মাস্টার (৭৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বিকাল ৫টায় রাজধানী মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি মারা যান। তার বড় ছেলে লিয়াকত আলী খবর নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর বাবা (সিরাজুল ইসলাম) অনেক দিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদরোগের জটিলতায় ভুগছিলেন। ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের সুলতাননগর গ্রামের ঈদ গাহ মাঠে জানাজা শেষে সুলতাননগর গ্রামের কবরস্থানে দাফন করা হবে।