মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

করিমগঞ্জে আন-নূর ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪৮ Time View

প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মস‚চি পালন করা হয়। গুণধর ইউনিয়ন আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা গতকাল সকালে গুণধর উচ্চ বিদ্যালয়, মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসা, উরদিঘী দাখিল মাদরাসা, উরদিঘী উচ্চ বিদ্যালয়, দ: আশতকা, উত্তর আশতকা, সুলতাননগর এলাকায় বৃক্ষ রোপন করেন। এসময় আন-নূর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মজিবুর রহমান মিথুন, রিফাতুল ইসলাম মাসুম, আসাদুজ্জামান আশিক, সাদিকুর রহমানসহ আল-নূর ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty