প্রতিনিধি, করিমগঞ্জ, এম এ জলিল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে করিমগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে উপজেলা যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় জনগণকে বিনাম‚ল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
গতকাল রবিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশারফ হোসেন, এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম-আহŸায়ক মোজাম্মেল হক কনক ও যুগ্ম-আহŸায়ক ন‚রে আলম রাসেল।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোখছেদুল মমিন, ফাইজুল ইসলাম সুজন, ও ইসমাইল সিরাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক মানুষকে বিনাম‚ল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আব্দুল্লাহ আল মাসুম ও ডা. ফারাবি ইমতিয়াজ তারেক।