প্রতিনিধি করিমগঞ্জ, দিলোয়ার হোসাইন :
গতকাল রবিবার দুপুরে করিমগঞ্জে বিনাম‚ল্যে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন রকম কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ফ্রিপ প্রকল্প এবং অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় গঠিত ২২০ জন কৃষকদের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।
করিমগঞ্জ উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হকের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল মজিদ, মো. সাইফুল ইসলাম, মইনুল হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত কৃষি উপকরণ মধ্যে রয়েছে-বীজ, চারা, জৈব সার, নেট, বীজ সংরক্ষণ পাত্র, ঝাঁঝরি, সাইনবোর্ড। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।