প্রতিনিধি, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) এম এ জলিল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জের করিমগঞ্জে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম আনিসুর রহমান টুকু (৩৫)। তিনি করিমগঞ্জ পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক। টুকু পৌরভার ৫নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট করিমগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আন্দোলনরত ছাত্র সালমানসহ (২২) বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় ছাত্রদের পক্ষে বায়েজিদ হোসেন হৃদয় বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০০-১৫০ জন ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে গত ১৮ আগস্ট করিমগঞ্জ থানায় একটি মামলা করেন। এই মামলায় সন্দেহজনক আসামি হিসেবে পুলিশ কৃষক লীগ নেতা টুকুকে গ্রেপ্তার করে।
করিমগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাব উদ্দিন কৃষক লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।