স্টাফ রিপোর্টার : করিমগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে অটোরিকশাচালক হুমায়ূন কবিরের (২০) মরদেহ করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মহিলা কলেজ সংলগ্ন বাদে শ্রীরামপুর গ্রামের একটি বাগানের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নিহত হুমায়ূনের বাড়ি করিমগঞ্জ উপজেলার পূর্ব চরকরণশী গ্রামে। আত্মীয়স্বজনদের উদ্ধৃুত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার রাতে জেলা শহরের পুরান থানা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তি করিমগঞ্জের জঙ্গলবাড়ি থেকে রোগী আনার জন্য অটোরিকশাটি ভাড়া করে। কিছুক্ষণ পর চালক তার ফুফাতো ভাই শামীমকে ফোন করে দেওয়ানগঞ্জ বাজারে থাকতে বলে। দেওয়ানগঞ্জ বাজোরে পৌঁছার পর অজ্ঞাত যাত্রী শামীমকে অটোরিকশায় ওঠতে বাধা দিলে তাকে ছাড়াই হুমায়ূন কবির জঙ্গলবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।
এরপর থেকে মোবাইলে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ হুমায়ূন কবিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়, তার পুরো মাথা রক্তে ভেজা ছিল, তবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার অটোরিকশাটি পাওয়া যায়নি। করিমগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মহব্বত জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।