স্টাফ রিপোর্টার : গত শুক্রবার করিমগঞ্জ উপজেলায় সাবেক ছাত্র শিবিরের সাথী ও সদস্যদের নিয়ে ভ্রাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ সোবাহানিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত এই সম্মেলনে সকল সাবেক শিবিরের সদস্যরা নতুন সোনার বাংলা গড়ার শপথ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামছুল আলম সেলিম, হাইকোর্টের আইনজীবী এডভোকেট শেখ মো. রোকন রেজা, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, এডভোকেট মো. মোসলেহ উদ্দিন সুমন, অধ্যাপক মো. আজিজুর রহমান প্রমুখ।