প্রতিনিধি করিমগঞ্জ, দিলোয়ার হোসাইন : করিমগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রাফসান। সে উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী এলাকার হৃদয়ের ছেলে। হৃদয় উপজেলার মরিচখালী বাজারে মোবাইল সার্ভিসিং ব্যবসা করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাফসানের মৃত্যু হয়।
হৃদয় বলেন, গত শনিবার রাতে হঠাৎ রাফসানের জ্বর ওঠে। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ হয়। সোমবার দুপুর থেকে পাতলা পায়খানা শুরু হয়। পরে স্থানীয় মরিচখালী বাজারের পল্লী চিকিৎসক ডা. আবু হানিফ মঞ্জিলের কাছে নিয়ে গেলে জক্স সিরাপ সেবনের জন্য দেওয়া হয়। জক্স সিরাপ সেবনের ১০ মিনিট পর রাফসানের মৃত্যু হয়।
পল্লী চিকিৎসক ডা. আবু হানিফ মঞ্জিল বলেন, পাতলা পায়খানার জন্য জক্স সিরাপ সেবনের কথা বলেছিলাম। ডায়রিয়া আক্রান্ত হয়ে রাফসানের মৃত্যু হয়েছে। রাফসানকে বাঁচানোর সবোর্চ্চ চেষ্টা করেছি।
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ সাহেদ রনি বলেন, ডায়রিয়া আক্রান্ত হয়ে রাফসানের মৃত্যু হয়েছে বিষয়টি খুবই দু:খজনক। ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা ওরস্যালাইন খাওয়ানো। করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত গতকাল সকাল ১০টা পর্যন্ত ৩ জন শিশু রোগী ভর্তি আছেন বলেও তিনি জানান। রেজিস্টার্ট ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবনের পরামর্শ দেন তিনি।