প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী গণতন্ত্রী পার্টি’র প্রার্থী দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কবুতর)।
আজ সকাল সাড়ে ১০টায় তিনি করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ এর কাছে অভিযোগ করেন। রির্টানিং কর্মকর্তা বিষয়টি দেখবেন বলে তাকে আশ্বাস দিয়েছেন।
দিলোয়ার হোসাইন ভূঁইয়া বলেন, গত ১৩ মে প্রতীক বরাদ্দের পর আমি আমার প্রচারণা শুরু করি। যার অংশ হিসেবে উরদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আশপাশের এলাকায় পোস্টার টাঙানো হয়। আজ সকাল সাড়ে ৯টায় উরদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আশপাশে টাঙ্গানো সকল পোস্টার হেলিকপ্টার প্রতীকের কতিপয় সমর্থক ছিড়ে ফেলেছেন।