স্টাফ রিপোর্টার : ‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ স্লোগানকে সামনে রেখে বিদেশ প্রত্যাগত প্রবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভ’মিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ জুন) সকাল ১১টায় করিমগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন রেইজ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সৌরেন্দ্র নাথ সাহা।
ওয়েলফেয়ার সেন্টার কিশোরগঞ্জের আয়োজনে সেমিনারে প্রকল্পের নানা দিক তোলে ধরা হয়। এ সময় প্রকল্পের সুবিধাভোগী জর্ডান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া ফেরত প্রবাসী কর্মীগণ উপস্থিত ছিলেন। সেমিনারের প্রধান অতিথি রেইজ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়, সেমিনারের সভাপতি করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী বিশেষ প্রশাসনিক কাজে ঢাকায় থাকায় উপস্থিত থাকতে পারেননি। তবে প্রধান অতিথি রেইজ প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা ভার্চ্যুয়ালি অংশ নেন। আর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা খাদেমুল ইসলাম খান।
ওয়েলফেয়ার সেন্টার কিশোরগঞ্জ শাখার কাউন্সিলর রাজীব ঘোষ’র সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার সেন্টার কিশোরগঞ্জ শাখার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম। সেমিনারে দেহুন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন এম এ হামিদ – স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রকল্পের সুবিধাভোগী, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর রাজীব ঘোষ জানান, বৈশি^ক মহামারী কোভিড-১৯’র কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে প্রায় ৫ লক্ষ কর্মী দেশে ফেরত আসে। তাদের অর্থকষ্টসহ নানা সামাজিক সমস্যা দূর করে সমাজে পুনঃএকত্রীকরণে লক্ষে ‘রেইজ’ প্রকল্প ব্যাপক পরিসরে কাজ করে যাচ্ছে। তবে ২০১৫ সাল থেকে প্রত্যাগত অভিবাসী কর্মীদের কল্যাণে এ প্রকল্প পরিচালিত হচ্ছে।
বিশেষ অতিথি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে বেশির ভাগ ব্যক্তি যে ভুলগুলো করে থাকে তার মধ্যে প্রধানটি হলো রিক্রুটিং এজেন্সি রসাথে কন্ট্রাক পেপার না করা। কি কাজে যাচ্ছে, বেতন কত সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকা। সবচেয়ে বড় কথা বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেয়াটা খুবই জরুরি।
ওয়েলফেয়ার সেন্টার কিশোরগঞ্জ শাখার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, রেইজ প্রকল্পের মধ্যমে শুধুমাত্র বিদেশ প্রত্যাগত প্রবাসী কর্মীদের নিয়েই কাজ করে না, বরং কাজের উদ্দেশ্যে বিদেশ গমণ থেকে শুরু করে বিদেশে অবস্থানকালে তাদের নানাবিধ সমস্যার সমাধানের লক্ষেও কাজ করে থাকে।
দুর্ঘটনায়, কিংবা অসুস্থতাজনিত কারণে বিদেশে কোনো কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে আনার ক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কাজ করে থাকে। পাশাপাশি দেশে ফিরে আসা কর্মীদের আর্থিক ও সামাজিকভাবে পুর্নবাসণের ব্যবস্তা করে। নিবন্ধিত অভিবাসী কর্মীকে এককালীন ১৩,৫০০ টাকা দেয়া হয়।
জর্ডানে অবস্থানকালে গার্মেন্টস কর্মী সাবিকুন্নাহার অসুস্থ হয়ে দেশে ফিরে এসে ‘রেইজ’র দ্বারস্থ হলে তাকে চিকিৎসাবাদ দেড় লাখ টাকা দেয়া হয় বলে তিনি জানান। তেমনিভাবে সেমিনারে আগত প্রত্যাগত অভিবাসী কর্মীরা রেইজ প্রকল্প থেকে প্রাপ্ত সুবিধাদি তুলে ধরেন।