প্রতিনিধি করিমগঞ্জ : ‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় হাসপাতাল চত্বরে ফিতা কেটে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী। উদ্বোধন শেষে মেলাতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন ইউএনও। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হান্নান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: নাজমুল হাছান, বীর মুক্তিযোদ্ধা মু. ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইশতিয়াক আহমেদ প্রমূখ। মেলায় গরু, ছাগল, হাঁস-মুরগী, ঘোড়া, মহিষ, খরগোস এবং দুগ্ধজাত খাবার ও বিভিন্ন কোম্পানীর ঔষধ সহ মোট ৩২ টি স্টলের স্থান হয়।