স্টাফ রিপোর্টার, আউয়াল মুন্না : শতভাগ পদোন্নতিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন-ভাতা প্রদানের দাবিতে করিমগঞ্জে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি সংবলিত স্বারক লিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষাই জাতির মেরুদন্ড, আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার সুতিকাগারের কান্ডারি। দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে, মাথাপিছু আয় ২,৭৯৩ মার্কিন ডলার। দেশ আর্থিকভাবে সক্ষমতা অর্জন করেছে। নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টার নেতৃত্বে এ দেশে বৈষম্যদূর হবে বলে আশা করেন শিক্ষকরা। তারা তাদের দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, মাধ্যমিক শিক্ষক, পুলিশের সাব ইন্সপেক্টর, ইউনিয়ন পরিষদ সচিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, নার্সসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাগণের শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান হলেও তাদের বেতন গ্রেড ১০ম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে একই যোগ্যতা সম্পন্ন সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে।
এদিকে ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানে তৎকালিন সরকার ঘোষণা দিলেও আমলাতান্ত্রিক জটিরতায় তাদের এ দাবি আজ পর্যন্ত পূরণ হয়নি। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পেশায় আকৃষ্ট করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদান করে বৈষম্যদূরিকরণের দাবি জানান তারা।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শামছুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক মো. হাদিউল ইসলাম।
শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ে মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক নেতা মো. এনামূল হক, মো. রফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, তৈয়ব উদ্দিন ছফি, কাউসার আহম্মেদ মামুন, মো. রফিকুল ইসলাম, রওশন আরা নীলা, নাসরীন জাহান রেবা, শাম্মী আক্তার, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, সোহরাব উদ্দিন, শামছুল আলম, সালাহ উদ্দিন, দিলোয়ার হোসেন, আলী হোসেন, সাদির মিয়া, আসাদুল হক, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম শামীম, আনোয়ারুল হক সুজন, আব্দুল হেলিম, তালিম হোসেন, আব্দুল কাইয়ুম, ছাইদুর রহমান, খায়রুল বাসার, নীলিমা রানী পাল, তাজুল ইসলাম, প্রীতি রানী সাহা, ফরিদ উদ্দিন, অলয় কুমার প্রমুখ।