করিমগঞ্জ প্রতিনিধি, এম এ জলিল :
করিমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি করিমগঞ্জ সরকারী কলেজের মাঠ থেকে শুরু হয়ে করিমগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন করিমগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহŸায়ক সালমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ জিএস সুমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সজল সরকার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মো. হানিফ মিয়া, ছাত্রদল নেতা হৃদয় মিয়া, পুলিন খান, মাহিন, তুহিন তালুকদার, আমির, রাহুল, রাব্বিসহ আরও অনেকে।
দীর্ঘ ১৬ বছর পর নির্বিঘেœ বর্ণাঢ্যভাবে উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করে।