প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। করিমগঞ্জ উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী।
করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাপী কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন- করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শামীমা সুলতানা, করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শামসুজ্জামান আকন্দ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মো: হেলাল উদ্দিন, হাত্রাপাড়া দাখিল মাদরাসা সুপার মো: জাহিদ উদ্দিন, কান্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান, গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ ইকবাল প্রমুখ।