প্রতিনিধি, করিমগঞ্জ, দেলোয়ার হোসেন : সাম্প্রতিক অতিবৃষ্টিতে করিমগঞ্জের নিম্নাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমন ধানের খেত। চলতি মৌসুমে পানিতে তলিয়ে গেছে শত-শত হেক্টর জমি। কৃষকরা জানান, ধান খেত সব পচে গেছে।
এখনো তা পানির নিচে। পানি আমাদের নি:স্ব করে দিয়ে গেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বারঘড়িয়া ও গুনধর ইউনিয়নে সরেজমিনে গিয়ে এ ক্ষতির দৃশ্য চোখে পড়ে। করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার মুকশেদুল হক জানান, সা¤প্রতিক পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের।
কৃষিবিভাগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার মাধ্যমে সহযোগিতার আওতায় আনা হবে।