প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জের মরিচখালী গ্রামে ১টি মাদক স্পটে এলাকাবাসী অভিযান চালিয়ে আস্তানার চালাঘর ভেঙে দিয়েছে। দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসতেছিলো বলে অভিযোগ রয়েছে। গত (১৯ এপ্রিল) শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ২টায় এলাকাবাসী এ অভিযান চালায়। মরিচখালী গ্রাম্য সমাজ, যুব সমাজ, স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যক্তিবর্গ মিলে প্রায় অর্ধশতাধিক লোক মাদক স্পট উচ্ছেদে অংশগ্রহণ করেন। মাদক সেবনকারীদের বসার জন্য ব্যবহৃত একটি চালাঘরও ভেঙে দেওয়া হয়। গাঁজা ব্যবসায়ী সবুজ মিয়াকে উত্তম-মধ্যম দিয়ে হুশিয়ার করে দেয়া হয়।