প্রতিনিধি, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) এম এ জলিল : কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-গুলিসহ শাহিন আলম (৩০) নামে এক যুবকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার বিকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় শাহিন আলমের কাছ থেকে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (শর্টগান), ১ রাউন্ড শর্টগানের খালি খোসা, ১টি চাকু,
১ পিস ইয়াবা এবং নগদ ৬৪০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার শাহিন আলম উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দি গ্রামের রতন মিয়ার ছেলে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে শাহিন আলমকে গ্রেফতার করে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।