প্রতিনিধি, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) এম এ জলিল : কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রবিবার ভোররাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে করিমগঞ্জ পৌরসভার বাহাদুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- নাদিম (৪০), আফজাল (২৭) ও আ. রহিম (২০)। নাদিম করিমগঞ্জ সরকারবাড়ির সারোয়ার হোসেনের ছেলে। আফজাল হোসেন নিয়ামতপুর গ্রামের জুবেত আলীর ও আ. রহিম জাফরাবাদের রাজকুন্তি গ্রামের হালিম উদ্দিনের ছেলে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।