নিজস্ব সংবাদদাতা : কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, উপসচিব পুলের কোটা বাতিল ও সকল ক্যাডারের সমতা নিশ্চিতকরণের দাবিতে ২৫টি ক্যাডারে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ মানববন্ধন করেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় করিমগঞ্জ প্রেসক্লাবের সামনে ২৫টি ক্যাডারের সমন্বয়ে গঠিত পরিষদের কর্মকর্তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আন্ত ক্যাডার বৈষম্য নিরসন, সকল ক্যাডার সমতা নিশ্চতকরণ, কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় চাওয়াসহ উপসচিব পদে সকল ক্যাডার অবসান চেয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন করে দাবিগুলো তুলে ধরে উপজেলা কৃষি কর্মকর্তা মকসুদুল হক বলেন, কয়েক দিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডার
থেকে ৫০ শতাংশ ও অন্যান্য ২৫টি ক্যাডার থেকে ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে। এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ দিয়েছে।
আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। এ ছাড়াও বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ উজ্জ্বল আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক সার্জন প্রমুখ।