প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ের কবলে পড়ে ধানের বস্তা বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ভূঁঁইয়াবাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নবী হোসেন (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদর থেকে ধানবোঝাই ট্রলি নিয়ে করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে যাচ্ছিলেন নবী হোসেন। ট্রলিটি ভূঁইয়াবাজার এলাকায় যাওয়ার পর প্রচন্ড ঝড় শুরু হয়। ঝড়ের এক পযার্য়ে ট্রলিটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন চালক নবী হোসেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।