স্টাফ রিপোর্টার : জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা সিএনজি স্ট্যান্ডে অবস্থিত মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গত সোমবার বেলা ২টার দিকে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৪ বছরের এক কিশোর রয়েছে। তার নাম প্রকাশ করা হয়নি।
আটক অন্যান্যরা হলো: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাঘবাড়ি গ্রামের মো. শামীম মিয়া(৩৫), নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কুলমুণ্ডা গ্রামের তরিকুল ইসলাম(৩১) এবং হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর শ্মশানঘাট এলাকার ঝর্ণা আক্তার ওরফে পারভীন(৩৫)।
তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ নয় হাজার টাকা এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল সেটও উদ্ধার করা হল।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, সংঘবদ্ধ চক্রটি অভিনব কায়দায় পারিবারিক ভ্রমণের ছদ্মাবরণে ট্রলি ও ট্র্যাভেলিং ব্যাগের মধ্যে বহন করে গাঁজা পাচার করছিল।
জিজ্ঞাসাবাদে তারা উক্ত গাঁজা গাজীপুরের কোনাবাড়ি এলাকায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। আসামিদের পুলিশে হস্তান্তরের পর এ ব্যাপারে করিমগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।