মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আবদুল কাদির, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩৬ Time View

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ৬ষ্ঠ করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা করিমগঞ্জ। মসনদে আলা বাংলার বীর ঈশাঁখার বাড়ি ও ভাটি হাওর অঞ্চলের প্রবেশদ্বার। করিমগঞ্জ উপজেলায় রয়েছে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন।
করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রতিটি গ্রাম-গঞ্জের, হাট বাজারে চায়ের দোকানে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সমর্থকরা তার পছন্দের প্রার্থীর গুনকীর্তন করছেন। উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে নানা রকম আলোচনা ও সমালোচনা চলছে। তবে ভোটাররাও কষ্টি পাথরের ন্যায় হিসাব-নিকাশ করছেন।

বিগত দিনে সাধারণ মানুষের বিপদে-আপদে সর্বদা সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এলাকার খেটে খাওয়া, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির আর্ত সামাজিক উন্নয়নে কাজ করছেন এমন নিবেদিত যোগ্য প্রার্থীর কথাই ভাবছেন তৃনমূল ভোটাররা। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে (৩য় ধাপ) করিমগঞ্জ উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্টিত হবে।

করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। এর মধ্যে ৪ জনই অওয়ামী লীগের। জাতীয় পার্টির প্রার্থী দলীয় প্রতীক লাঙ্গল ও গণতন্ত্রী পার্টির প্রার্থী দলীয় প্রতীক কবুতর নিয়ে নির্বাচন করছেন।
করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য এমরান আলী ভূঁইয়া (মোটরসাইকেল), আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন (হেলিকপ্টার), আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান রাজু¿ (কাপ পিরিচ), আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হান্নান মোল্লা (আনারস), উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান দিদার জাতীয় পার্টি (লাঙ্গল), উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক গণতন্ত্রী পার্টি (কবুতর), বিএনপি’মনা নেতা সাবেক জেলা পরিষদ সদস্য ডা: মো: সোহাগ মিয়া (টেলিফোন), শফিউল আলম জনি (দোয়াত কলম) প্রতীকে লড়ছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন- আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ফকির (তালা), আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাসেল (টিউবওয়েল), গোলাম মোহাম্মদ সুজন (টিয়া পাখি ও আওয়ামী লীগ নেতা মো: মঞ্জিল মোল্লা (মাইক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন- উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা আক্তার (হাঁস), আওয়ামী লীগ নেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা বেগম (কলস) এবং আওয়ামী লীগ নেত্রী রিনা আক্তার (প্রজাপতি) ও রেজিয়া পারভীন -ফুটবল।

তবে এ উপজেলা পরিষদ নির্বাচনে কেবল সৎ ও যোগ্য প্রার্থীকেই সাধারণ ভোটারা আস্থায় নেয়ার কথা জানিয়েছেন। ভোটারদের মাঝে তরুণ প্রজন্মের রাজনীতিবিদ তৃণমূল আওয়ামী লীগের নিবেদিত নেতা এডভোকেট মোজাম্মেল হক মাখনকে নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেছে।

তরুণ প্রজন্মের একজন অভিজ্ঞ ও দক্ষ রাজনীতিবিদ হিসেবে তাকে নিয়ে স্বপ্ন দেখছে নেতা-কর্মীরা। দলীয় কর্মকান্ডের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন। এ প্রসঙ্গে এডভোকেট মোজাম্মেল হক মাখন জানান, তৃণমুলের আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সর্বস্থরের নেতা-কর্মীদের সংগঠিত করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কাজ করছি। যাতে করে এলাকার জনগণ উপকৃত হয়।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty