প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার মাদরাসার দ্বিতল ভবনের হলরুমে এ বরণ অনুষ্ঠিত হয়। মাদরসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাও. মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির সদস্য একই মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মোঃ ফায়জুল মিয়া।
মাদরাসার সহকারী অধ্যাপক সাইফুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাও. নাছির উদ্দিন, সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক আউয়ালুর রহমান, সহকারী অধ্যাপক মুক্তা সিকদার, সহকারী অধ্যাপক মাও, জিয়াউর রহমান, প্রভাষক আবুল খায়ের মোঃ নূরুল্লাহ, প্রভাষক সানাউল্লাহ খান, প্রভাষক মাও ফায়জুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আল আমিন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম সেলিম, সহকারী মৌলভী মাও. শফিকুল ইসলাম প্রমুখ। পরে আমন্ত্রিত মেহমান হিসেবে নবীন বরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. মোঃ আব্দুল বারী। এর আগে নবাগত শিক্ষার্থীর প্রত্যেককে লাল গোলাপের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।