প্রতিনিধি করিমগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করিমগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার অভিযোগে করিমগঞ্জ পৌরসভার মেয়র মুসলেহ উদ্দিন ও সাবেক মেয়র আব্দুল কাইয়ূম ১৩ জনের নাম উল্লেখ করে ফৌজধারী আইনে মামলা দায়ের করা হয়েছে।
হামলার শিকার শিক্ষার্থীদের পক্ষ থেকে করিমগঞ্জ বাজারের ব্যবসায়ী ও আন্দোলনকারী বায়েজিদ হোসেন হৃদয় বাদী হয়ে গতকাল রবিবার দুপুরে করিমগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে।
এজাহারে বাদী উল্লেখ করেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে করিমগঞ্জ মধ্যবাজার দিয়ে মোরগ মহাল হয়ে বণিক সমিতির সামনে গেলে পেছন থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রাদি দিয়ে মিছিলে হামলা করে।
এ সময় আসামী হাজী আব্দুল কাইয়ূম, আবুল হায়াত রনি, ওয়াসিফ ওমর রনি, মাহমুদুল হাসান রনি, হুমায়ূম কবির স্বপন, মোঃ মঞ্জিল মোল্লা, মোঃ নাজমুল মিয়া, আনোয়ারুল ইসলাম বাবুল, হাবিবুল্লাহ সাগর, তোফায়েল আহম্মেদ, মোঃ আওয়াল, মাহিনদের এলোপাতারি হামলায় আন্দোলনকারী শিক্ষার্থী সালমানসহ বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় নির্দেশদাতা হিসেবে করিমগঞ্জ পৌরসভার মেয়র মুসলেহ উদ্দিনকে মামলার প্রধান আসামী করা হয়। মামলার সব আসামিরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগের পদধারী নেতা ও কর্মী সমর্থক বলে জানা যায়।