স্টাফ রিপোর্টার : জেলাসদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরউদ্দিনকে (৫৯) গ্রেফতার করা হয়েছে। গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে যশোদল এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি গণমিছিল বের হয়। মিছিলটি গাংচিল রেস্টুরেন্টের সামনে পৌঁছার পর মিছিলের ওপর হামলা হয়। এসময় বেশ কয়েকজন আহত হন। এ ব্যাপারে মো. কামরুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার মো. বদরউদ্দিন উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি বলে র্যাব জানায়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।