এফএনএস : নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ পথে আসা ভারতীয় ৯০০ বস্তা চিনি জব্দ করেছে লেঙ্গুড়া বিওপি। বুধবার (২৬ শে জুন) সকালে বিওপি স্পেশাল ব্রান্স এর সদস্য আল আমীন এর নেতৃত্বে গোপন সুত্রের ভিত্তিতে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী চেংগ্নী এলাকায় থেকে অবৈধ পথে আনা ভারতীয় ৯০০ বস্তা চিনির একটি বড় চালান টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করেছে লেঙ্গুড়া বিজিবি একটি চৌকস দল। যার বাজার মূল্য ৩৭ লক্ষ ৮০ হাজার টাকার উর্দ্ধে। লেঙ্গুড়া বিওপি কমান্ডার জানান, আমরা গোপন সুত্রের ভিত্তিতে চেগ্নী সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে চোরাই পথে আসা ৯০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছি, তবে কোন চোরাইকারবারীকে আটক করতে পারিনি, টের পেয়ে পালিয়ে যায়।