স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ পৌরসভার কাচারি বাজারের ফল ব্যবসায়ী মোহাম্মদ কাঞ্চন মিয়া (৩৫) গত রবিবার (১২ জানুয়ারি) সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম রোডস্থ একটি ভাড়া বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম কাঞ্চন মিয়া যশোদল দামপাড়া বড়খালের পাড় গ্রামের মরহুম আ. খালেকের পুত্র।
তিনি দীর্ঘদিন ধরে কাচারি বাজারে ফলের ব্যবসা করে আসছিলেন। বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাদের সাথে ছিল তার সৌহার্দপূর্ণ সম্পর্ক। কাঞ্চনের মত একজন নিষ্ঠাবান ও যতœশীল ব্যবসায়ীকে অকালে হারিয়ে ব্যবসায়ী মহলে নেমে আসছে শোকের মাতম। কাঞ্চনের লাশ গতকাল সোমবার সকালে জানাজা শেষে গ্রামের বাড়ি দামপাড়া বড় খালের পাড়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।