স্টাফ রিপোর্টার : দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার কাঞ্চন সিকদারের মা মুক্তারনেছা (৮২) না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার (১১ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘ দিন বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে ৭ ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টায় জানাযার নামাজ শেষে নিজ বাড়ি হোসেনপুর নামা সিদলা গ্রামের পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকের শোক
দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার কাঞ্চন সিকদারের মাতা মুক্তারনেছার মৃত্যুতে দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি সুবীর বসাক, পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ, বার্তা সম্পাদক আকবর খন্দকার, মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন, স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার আব্দুল কাদির, মাসুদ মিয়া ও শরফ উদ্দিন হোসাইন জীবনসহ শতাব্দীর কণ্ঠ পরিবারের সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।