স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হকের আকস্মিক মৃত্যুতে স্মৃতিচারণ মূলক স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম রোডস্থ কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ ভবনের নীচতলায় ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. মহিউদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ শহিদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সাবেক অধ্যাপক এম এ গণি।
জেলা গ্রন্থাগার আন্দোলনের সংগ্রামী নেতা ও পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি এবং কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমীন এর সঞ্চালনায় সন্ধ্যাকালীন স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রাশিদ, সাংবাদিক শাহ সারওয়ার জাহান, সাদেক আহমেদ, শফিকুল ইসলাম, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংস্থা কাইডস্ পরিচালক তাজুল ইসলাম রিপন, নবরুপ সংগীত একাডেমীর পরিচালক শিল্পী শামছুল হক কালাম, গ্রন্থাগার সংগঠক আলমগীর অলিক, লোক সংস্কৃতি সংগ্রাহক ও ঢাকা প্রতিদিন এর রিপোর্টার ও দৈনিক আজকের দেশ পত্রিকার বার্তা সম্পাদক এবং মহিনন্দ ইউনিয়ন ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম শাদী, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ কবীর হোসেন প্রমুখ।