ভ্রাম্যমান প্রতিনিধি, নিকলী : নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার কারপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু সম্মেলনের উদ্বোধন করেন।
বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ মজিবুর রহমান ইকবাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামীম, নিকলী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট এপিপি মোঃ মানিক মিয়া, তাপস কুমার সাহা অপু, আতিকুল ইসলাম তালুকদার হেলিম, মোঃ হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার পরশ মাহমুদ, এপিপি অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছাত্তার, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কফিল উদ্দিন ও মোঃ আবু সাঈদ রতন, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, কারার ইকতার আহমেদ আরিফ, শামীম আল মামুন, জাতীয়তাবাদী যুবদল নিকলী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নিকলী উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মানিক,
জাতীয়তাবাদী যুবদল নিকলী উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল মান্নান ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম,
জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম মেম্বার, সদস্য সচিব মোঃ কামরুল আহসান স্বাধীন, জাতীয়তাবাদী শ্রমিক দল নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান সবুজ,
জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক হৃদয় হাসান ও সদস্য সচিব রনি আহমেদ, জাসাস নিকলী উপজেলা শাখার আহবায়ক শেখ রানা ও সদস্য সচিব তানভীর হোসেন প্রান্ত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারপাশা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুল ওয়াদুদ।
নিকলী উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে সম্মেলনের ২য় অধিবেশন শুরু হয়। ২য় অধিবেশনে কারপাশা ইউনিয়ন কমিটির সভাপতি পদে আব্দুল ওয়াদুদ, আবুল কালাম, আশরাফ উদ্দিন, সোলাইমান মেম্বার ও মফিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইয়াহিয়া খান আমরু, বোরহান উদ্দিন, লাল মিয়া, সিরাজ উদ্দিন (ফকির), হাজী রহমত আলী ও মাসুদ পারভেজ বিপ্লব প্রার্থী হয়।
জেলা ও থানা বিএনপি’র কতিপয় নেতা পরবর্তী সময়ে কারপাশা ইউনিয়ন বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলনের ২য় অধিবেশন সমাপ্ত করলে উপস্থিত প্রার্থী ও কাউন্সিলরদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।