ভ্রাম্যমাণ প্রতিনিধি, মো. মিজানুর রহমান : গতকাল সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি মো. বিল্লাহ হোসেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. মোকাররম হোসেন, বিশিষ্ট দন্ত চিকিৎসক মো. জিয়া উদ্দিন টিটু, পাটুয়াভাঙা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কালিয়াচাপড়া চিনি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নুরুল বাশার অপু, চÐিপাশা ইউনিয়ন বিএনপি নেতা মো. মানিক মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পাটুয়াভাঙা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান সুরুজ, সাংবাদিক এম সাইদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি আলহাজ্ব মো. মোকাররম হোসেন স্কুলের সীমানা প্রাচীরের কাজটি তার নিজ অর্থায়নে করে দিবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও অত্র স্কুলের ২০০৮ ব্যাচের সাদ্দাম হোসেন স্কুল মাঠে বালি ভরাট করে দেওয়ার প্রতিশ্রæতি দেন।