স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফৌজিয়া খান। গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
ফৌজিয়া খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব (আনসার-১ শাখা) পদে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এর স্থালাভিষিক্ত হবেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ।