মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পল্লীতে নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা,বিধবা ও এতিমসহ আহত-৫ : থানায় অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৫৮ Time View

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা সদরের রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর পল্লীতে সন্ত্রাসী হামলায় একটি নিরীহ পরিবারের বিধবা ও এতিমসহ ৫ জন মহিলা আহত হয়েছে। আহতা হলেন- বিধবা মদিনা (৫০), তার মেয়ে মায়মুনা (২৬), ভাই বৌ ফিরোজা (৪০), হালিমা (৪৫) ও তার ভাই পুত্রের বউ অভিনা আক্তার (২০)। গত বুধবার (৮ মে) বিকেলে একই গ্রামের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি কুপিয়ে, লোহার রড ও লাঠি সোঠা দিয়ে পিটিয়ে তাদের গুরুতর আহত করে।

মামলার অভিযোগের ভিত্তিতে ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বিধবা মদিনার স্বামী প্রায় ১৫ বছর আগে মারা যায়। স্বামী জীবিত অবস্থায় স্ত্রী, ছোট ২ ছেলে ও ২ মেয়ে নিয়ে মাথা গোছার ঠাই হিসেবে ১৩ শতাংশ জায়গা সাফ কাওলা দলিল মূলে স্ত্রী মদিনা আক্তারের নামে খরিদ করেন। নিজ নামে জমা খারিজ করে ঘর-বাড়ি ও গাছ-পালা রোপন করে যথারীতি প্রায় ৩০ বছর ধরে ভোগ দখল করে বসবাস করছে।

এদিকে একই গ্রামের দাঙ্গাবাজ মৃত আবু তাহেরের ছেলে খাইরুল (৩০) ও মৃত ইসরাইল মিয়ার পুত্র হুমায়ুন (২৫) গংদের লোলুপ দৃষ্ঠি পড়ে এই হতদরিদ্র বিধবা ও এতিম পরিবারের বসত ভিটে উপর। সহায় সম্বলহীন অসহায় পরিবারটিকে জোর পূর্বক বাড়ি ছাড়া করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। একের পর এক অন্যায় অত্যাচার ও নির্যাতন চালায় বিধবার পরিবারের উপর। এলাকার প্রভাবশালী ও দাপুটে বলে তারা বিধবার বাড়ি ঘর ভেঙ্গে এমনকি তাদের খুন জখম করে বসত বাড়ির জায়গা জোর পূর্বক দখল করে নিয়ে যাওয়ার প্রকাশ্য হুমকী প্রদর্শন করে।

নিরুপায় হয়ে বিধবা তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত নং -০১ একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৫৫/২০২৪ তারিখ ৩০-০৪-২০২৪ ধারা ফৌ ঃ কাঃ বিঃ আইনের ১০৭/১১৪/১১৭ (স)।
মামলা করার পর আসামীরা আরো চরম ক্ষিপ্ত হয়ে পড়ে। সন্ত্রাসী খায়রুল ও হুমায়ুন তার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে অতর্কিত ভাবে বিধবার বসত বাড়িতে গিয়ে তাদের উপর হামলা করে। বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় তারা বসত বাড়ির চারপাশ ঘেরাও করে নিরীহ পরিবারের ৫ জন মহিলাকে এলোপাতাড়ি কুপিয়ে এমনকি লোহার রড ও লাঠি সোঠা দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে।

পরে স্থানীয় লোকজন আহতদের দ্রæত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত বিধবা মদিনা ও তার ভাই বৌ ফিরোজার অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাদেরকে দ্রæত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। আহত অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন আরো জানান, এ ঘটনার ক’দিন আগেও গত ২ মে ওই সন্ত্রাসী বাহিনী বিধবার বসত বাড়িতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে। দৌড়ে গিয়ে তারা অন্যত্র প্রাণ রক্ষা করে। এ সময় হামলাকারীরা বসত ঘরের দরজা ও বেড়া লাঠি-সোঠা দিয়ে ব্যাপক ভাংচুর করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, এমন একটি হতদরিদ্র নিরীহ পরিবারের উপর প্রভাবশালী মহলের বর্বর হামলা ও নির্যাতনের ঘটনার বিষয় নিয়ে স্থানীয় ভাবে আপোষ মিমাংসার লক্ষে আমার উপস্থিতিতে একটি শালিস দরবারের আয়োজন করি। শালিস দরবারিগণ পর্যালোচনা করে বিধবার কাগজপত্র সঠিক বলে রায় প্রদান করেন। আমি চেয়ারম্যান হিসেবে বিধবার পক্ষে একটি প্রত্যয়নপত্র দেই। কিন্ত শালিস দরবারের রায় প্রতিপক্ষ প্রভাবশালী মহল মানেনি।

তবে এ সন্ত্রাসী হামলার পরপরই বিধবার মেয়ে মায়মুনা আক্তার বাদী হয়ে দাঙ্গাবাজ খায়রুল ইসলামসহ আট জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্ম গোলাম মোস্তফা (বিপিএম সাহসিকতা) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

অপরদিকে বিধবা পরিবারের লোকজন জানান, বর্তমানে তারা ঐ সন্ত্রাসীদের ভয়ে বাড়ি-ঘরে যেতে পারছে না। তাদের ভয়ে পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় চরম আতঙ্কে মানবেতর জীবন যাপন করছে। তাই তারা আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty