মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সিলেটের হবিগঞ্জ জেলার কয়েকটি বাঁধ ভেঙে কিশোরগঞ্জের হাওরে তীব্র বেগে ঢুকছে পানি। এতে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। পানি বৃদ্ধি পেলে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী এলাকায় পানিবন্দি হতে পারে লাখো মানুষ। গতকাল (২৩ আগস্ট) হাওরের ভাসমান সড়কের কালভার্ট গুলো দিয়ে তীব্র গতিতে পানি আসতে দেখা গেছে।
গত দু-দিন এভাবে হাওরে পানি বাড়ছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে হাওর জনপদের মানুষের। হাওরবাসী জানান, সিলেটের হবিগঞ্জ থেকে পানি ঢুকছে হাওরে। অস্বাভাবিক গতিতে পানি আসতেছে। এতে অনেক বড় বন্যা হতে পারে। জানতে চাইলে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে গত দু’দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ধনু ও বৌলাই নদীর ইটনা বাজারের পয়েন্টে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার এবং মেঘনা নদীর ভৈরব বাজার পয়েন্টে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিয়তই পানির গতি বাড়ছে বলে জানিয়েছেন তিনি।