স্টাফ রিপোর্টার : “রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্য এবং “কর্তৃপক্ষের সকল দ্বার; খুলে দেবে তথ্য অধিকার” স্রোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং টিআইবি – সনাক, কিশোরগঞ্জ এর যৌথ উদ্যোগে গতর্কাল শনিবার ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এসময় তিনি বলেন, বলেন জনগণের সেবা করাই প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি আরো বলেন তথ্য অধিকার আইন সম্পর্কে জনসাধারণের মধ্যে আরও জনসচেতনতা প্রয়োজন। তথ্য অধিকার বিষয়টি শুধুমাত্র দিবস উদযাপনে সীমাবদ্ধ না রেখে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রতিদিনের কাজের অংশ হিসেবে বিবেচনা করতে হবে মর্মে উল্লেখ করেন। তাছাড়া তিনি প্রতিটি প্রতিষ্ঠানে ওয়েব পোর্টালে সেবা প্রদানের সকল তথ্য নিয়মিত হালনাগাদ করার জন্য তাগিদ প্রদান করেন।”
“আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ এর সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান রাখেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মোক্তাদীর আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল করিম, সিনিয়র তথ্য অফিসার মো: শামসুল হক, সনাক এর পক্ষ হতে সনাক সহ সভাপতি স্বপন কুমার বর্মন এবং শিক্ষার্থীদের পক্ষ হতে মিনহাজুল আবেদীন।
আলোচনা সভায় টিআইবি – সনাক এর পক্ষ হতে তথ্য অধিকার দিবস এবং ইয়েস গ্রæপ এর মাধ্যমে পরিচালিত জেলা সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
এসময় তথ্য অধিকার দিবস উদ্যাপনে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, নাগরিকবৃন্দ, টিআইবি’র সনাক – ইয়েস – এসিজি’র সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।