স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা রেজিষ্টার অফিসের এক দলিল তল্লাশিকারকের বিরুদ্ধে হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে এক ভুক্তভোগী সেবা গ্রহণকারী। তিনি অভিযুক্ত দলিল তল্লাশী কারকের বিচার প্রার্থনা করে গত (১২ মে) রবিবার জেলা রেজিষ্টার বরাবর একটি অভিযোগ প্রদান করেছেন।
অভিযোগ ও তথ্য সূত্র মারফত জানা যায়, ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের মৃত মোমতাজ উদ্দিন মেম্বারের পুত্র মুসলেহ উদ্দিন ২০২১ সালের দিকে একটি দলিল তল্লাশির জন্য দলিল তল্লাশিকারক মোঃ শহীদুল্লাহ যার রেজি নং-২৩ কে দলিল খুঁজে বের করে নকল কপি দেওয়ার জন্য। কিন্তু তিনি সইমুড়ি নকল কপি দেই দেই বলে প্রায় তিন বছর অতিবাহিত করে চরম হয়রানির পর গ্রাহক বা ভোক্তা মুসলিম উদ্দিনের সাথে অমানবিক আচরণ করেন।
অভিযুক্ত দলিল তল্লাশি কারক পর্যায়ক্রমে মুসলিমের কাছ থেকে প্রায় দশ হাজার টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এভাবেই সেবা নিতে আসা শত শত সহজ-সরল সেবা গ্রহণকারিদের প্রতারণার খপ্পরে পড়তে হয় বলে তথ্যসূত্রে জানা যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দলিল তল্লাশি কারক বলেন, মুসলিম উদ্দিন তার কাস্টমার, তার সাথে কোন আচার-আচরণ খারাপ করেনি, আর অভিযোগের অন্যন্যা তথ্যের কথা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন।
তিনি এসব দুর্নীতি ও আত্মসাতের সাথে জড়িত নন বলে দাবি করেছেন। অভিযোগটি সত্য নয় বলে অভিযোগটির প্রতিবাদ করেছেন প্রতিবেদকের কাছে। কিন্তু জেলা রেজিষ্ট্রার বরাবর একটি অভিযোগ মুসলিম উদ্দিনের ছোট ভাই মো: মিজানুর রহমান প্রেরণ করেন। অভিযোগের অনুলিপি আইন মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল হক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান (পাপন), বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কিশোরগঞ্জকে প্রদান করেছেন।