স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : বাংলাদেশ কৃষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে কালীবাড়ি ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক নেতা ডা. এনামুল হক ইদ্রিছ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী ও সদস্য জহর লাল দত্ত।
বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুর রহমান রুমি, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তুফা কামাল নান্দু, জেলা খেত মজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, আবুল হাশেম মাস্টার, রঞ্জিত সরকার, জালাল উদ্দিন, মর্তুজা জামাল, নজরুল ইসলাম তালুকদার, আলী আকবর রাজ্জাকি কামরুল, মাহতাব উদ্দিন প্রমুখ।
বক্তাগণ ধানের লাভজনক মূল্য নিশ্চিতকরণ, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়, কৃষকদের কৃষি কার্ড প্রদান, পরিকল্পিত নদী খনন ও প্রকৃত মৎস্যজীবীদের মাছ ধরার অধিকারের দাবি জানান। সভা পরিচালনা করেন সৈয়দ নজরুল ইসলাম। সভার শুরুতেই সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে উদিচীর শিল্পীবৃন্দ গণসংগীত পরিবেশন করেন।