স্টাফ রিপোর্টার, এম এ আকবর খন্দকার : কিশোরগঞ্জে ডাল ও তেল জাতীয় ফসলের উৎপাদন কৌশল বিষয়ক দিনব্যাপী কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী আ্যসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে লতিবাবাদ ও মহিনন্দ ইউনিয়নের ৩০জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ডাল ও তেল জাতীয় ফসলের উৎপাদন কৌশল ছাড়াও বসতবাড়ির আঙ্গিনায় শাক-সবজি, ফলম‚ল ও ছায়াযুক্ত স্থানে আদা-হলুদ চাষ, অনাবাদি-পতিত জমি চাষের আওতায় এনে ভ‚মির সর্বোত্তম ব্যবহরের উপর গুরুত্ব আরোপ করা হয়। জৈবসার উৎপাদন, ব্যবহার, কীটনাশকমুক্ত ফসল উৎপাদন, উৎপাদিত ফসলের পুষ্টিগুণ নিয়েও আলোচনা করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি অফিসার ফাহিমা আক্তার ফাহিম, অতিরিক্ত কৃষি অফিসার চিন্ময় কর অপু, কৃষি স¤প্রসারণ অফিসার মো. এমাজ উদ্দিন ও মো. মাঈন উদ্দিন। প্রশিক্ষণ শেষে কৃষাণ-কৃষাণীদের প্রশিক্ষণ ম্যানুয়াল, কলম, খাতা প্রদান করা হয়।