স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে হামলার ঘটনায় আরো একজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার বিকাল তিনটার দিকে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ওবাই পার্ক এলাকা থেকে মিজান শিকদারকে (৪০) আটক করে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামে।
র্যাবসূত্র জানায়, গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি গণমিছিল বের হয়। উক্ত মিছিলে কতিপয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে বেশ কয়েকজন ছাত্র-জনতা মারাত্মক জখমপ্রাপ্ত হয়। পরবর্তীতে এ ব্যাপারে মো. কামরুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া মিজান শিকদার উক্ত মামলার ৩৩ নম্বর এজাহারনামীয় আসামি বলে র্যাব জানায়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।