ভ্রাম্যমাণ প্রতিনিধি (কিশোরগঞ্জ) মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস মারপিট করে গর্ভপাত ঘটানোর দায়ে ২ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল সোমবার (১১ নভেম্বর) আসামিদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের শেরজাহান মোমেনী ও শাহজাহান মোমেনী।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সনের ২৯ জুন পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে ভিকটিম অন্তস্বত্বা খালেদা বেগমকে মারপিট করে। এতে তার গর্ভপাত হয়।
পরে তার ভাসুর সুজন বাদী হয়ে মিঠামইন থানায় মামলা দায়ের করলে পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়। সাক্ষ্য জেরা শেষে আসামি শেরজাহান মোমেনী ও শাহজাহান মোমেনীকে দণ্ডবিধি ৩১৩/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।
অপর ৮ জনের বিরুদ্ধে মামলা প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী ও আসামি পক্ষে ছিলেন এ্যাড. কাউছারুল আলম ও এ্যাড. আজিজুল হক দৌলত।