স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলায় জাকের পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব এর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মোহাম্মদ শামীম হায়দার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাঁদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রহিমা সিদ্দিকা রিপু, ময়মনসিংহ বিভাগীয় সভানেত্রী শিরিন রহমান ।
এসময় উপস্থিত ছিলেন জাকের পার্টি কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি নাসির উদ্দিন নান্নু মিয়া, মো. মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক এ.কে.এম নাজমুল হক লাট মিয়া, ওলামা ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহজাহান মুজাহিদি, মৎস্য ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সভাপতি মো: শাহীন আলম,
স্বেচ্ছাসেবক ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. বাবুল মিয়া, জেলা যুব ফ্রন্ট কিশোরগঞ্জ শাখার সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জেলা মহিলা ফ্রন্টের সভাপতি মোছা. আছমা, সাধারণ সম্পাদক রোকিয়া, সাংগঠনিক সম্পাদক মর্জিনা, ছাত্রী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাদিয়া আক্তার, সাধারণ সম্পাদক মুন, সাংগঠনিক সম্পাদক জাকিয়া সুলতানা।
এছাড়াও জাকের পার্টির অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।